• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯

সারা দেশ

ভাঙ্গায় নানা আয়োজনে খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ১২তম মৃত্যুবার্ষিকী পালিত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৪ আগস্ট ২০২৩

মো: সরোয়ার হোসেন, ভাঙ্গা ( ফরিদপুর ) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় নানা আয়োজনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ১২তম মৃত্যুবার্ষিকী তার জন্মভূমিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। তারেক মাসুদ ফাউন্ডেশন আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, তারেক মাসুদের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ, স্মরণসভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
রোববার (১৩ আগস্ট) বিকেলে ভাঙ্গা পৌরসভার নুরপুর গ্রামে তারেক মাসুদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে তারেক মাসুদের জীবন ও কর্মের উপর স্মরণসভা অনুষ্ঠিত হয়। তারেক মাসুদ ফাউন্ডেশনের সভাপতি সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালীর সভাপতিত্বে এবং পলাশ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুধীন সরকার মঙ্গল, সাবেক অধ্যক্ষ বাবুল আশরাফ, বীর মুক্তিযোদ্ধা বে-নজীর আহমাদ মিঞা, সাংবাদিক ওবায়দুল আলম সম্রাট, সাংবাদিক অধ্যাপক অজয় দাস, সাংবাদিক দিলীপ দাস,শিক্ষক শারমিন রহমান সুইট, কৃষক নেতা সুভাষ মন্ডল, সাঈদ মাসুদ প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
উল্লেখ্য ২০১১ সালের ১৩ ই আগস্ট "কাগজের ফুল" ছবির লোকেশন দেখার জন্য মানিকগঞ্জের ঝিটকায় গিয়েছিলেন তারেক মাসুদ, মিশুক মনির সহ ওই ছবির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। ফেরার পথে মানিকগঞ্জের কাছাকাছি ঘিওর উপজেলার জোকা নামক স্থানে প্রচন্ড বৃষ্টির মধ্যে চুয়াডাঙ্গা এক্সপ্রেস এর একটি পরিবহনের সঙ্গে মুখোমুখি ধাক্কায় তাদের বহনকারী মাইক্রোবাসটি দুর্ঘটনা কবলিত হয় এবং সেখানেই চলচ্চিত্রকার তারেক মাসুদ ও চিত্রগ্রাহক মিশুক মনির সহ ৫জন মারা যান। সৌভাগ্যক্রমে বেঁচে যান তার স্ত্রী ক্যাথরিন মাসুদ। তারেক মাসুদ বাংলা চলচ্চিত্রের ইতিহাস একটি স্বতন্ত্র ধারা তৈরি করেছিলেন। তার প্রামাণ্য চিত্র মুক্তির কথা ও মুক্তির গান মুক্তিযুদ্ধের চেতনাকে নব প্রজন্মকে কাছে নতুন ভাবে উজ্জীবিত করেছিল। এছাড়া তিনি মাটির ময়না, অন্তযাত্রা, রানওয়ে চলচ্চিত্রের মাধ্যমে বাঙালি হৃদয়ে ঝড় তুলেছিলেন ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads